প্রবাসহাইলাইটস

মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পেলেন দেড় হাজার প্রবাসী

১- ২- রোববার মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে সরাসরি পাসপোর্ট বিতরন করছেন, পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন। ছবি: সংগৃহীত।
১- ২- রোববার মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে সরাসরি পাসপোর্ট বিতরন করছেন, পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন। ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেলেন দেড় হাজার প্রবাসী। শনি ও রোববার মালয়েশিয়ার ছুটির দিনে হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায়  প্রবাসী বাংলাদেশিরা সরাসরি পাসপোর্ট সংগ্রহ করেছেন। দেশটিতে চলমান অবৈধদের বৈধকরণ, রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ার আওতায় প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে সেই লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দ্রুত পাসপোর্ট ডেলিভারির নির্দেশনা দিয়ে  আসছে হাইকমিশন।

হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন জানান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসানের নির্দেশে ছুটির দিনেও পাসপোর্ট সেবার পাশাপাশি অন্যান্য সেবাও চালু রয়েছে। শুধু পাসপোর্ট বিতরনই নয়, যাদের পাসপোর্ট আবেদনে তথ্যগত বিভিন্ন সমস্যা রয়েছে, দুই দিনে এরকম প্রায় সাড়ে ৪শ”র অধিক পাসপোর্ট আবেদনকারিদের  সমস্যা সমাধান করা হয়েছে।   হাইকমিশন সূত্রে জানা গেছে, দেড় হাজার পাসপোর্টসহ সরাসরি ও পোস্ট অফিসের মাধ্যমে এ পর্যন্ত মোট ২ লাখ ৮০ হাজার টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে।

এছাড়া আগামী ৩০ ও ৩১ মার্চ দেশটির জোহর প্রদেশে অগ্রণী রেমিটেন্স হাউজ থেকে স্থানিয় সময় সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ ও কন্স্যুলার সেবা প্রদান করা হবে। সে ক্ষেত্রে ২৫ মার্চের মধ্যে আবেদনকারীদের আবেদন করতে হবে। পাসপোর্ট নির্ধারিত স্থান থেকে সংগ্রহের জন্য http://appointment.bdhckl.gov.bd/other লিঙ্কে গিয়ে অনলাইন এপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। এপয়েন্টমেন্ট ব্যতিত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বিধায় নির্ধারিত তারিখের পূর্বেই এপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোষ্ট অফিসের সার্ভিসটিও একই সাথে চালু থাকবে। তবে একই সাথে দুই প্রকার সার্ভিসে এপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য হাইকমিশনের সংশ্লিষ্ট বিভাগ প্রবাসীদের  অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া পাসপোর্ট সেবার পাশাপাশি জোহর বারুতে ৩১ মার্চ পাসপোর্টের তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র, পরিচিতি মূলক পত্র বা লেটার অফ ইন্ট্রোডকিশন, পাসপোর্ট এর ফটোকপি সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন, ট্রান্সফার অফ রেসিডেন্স বা দেশ ত্যাগের / পরিবর্তনের প্রত্যয়ন পত্র, একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন এবং প্রত্যয়ন পত্র, আম-মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি, পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার, বৈবাহিক সনদ, নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন, মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন,পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়ন, অন্যান্য কাগজপত্র সত্যায়ন (কন্স্যুলার সেবা) করা হবে। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্ত রকমের কাগজপত্র ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে অত্র কনস্যুলার টিমের নিকট জমা করতে হবে বলে হাইকমিশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button