গরমের ছুটিতে বেড়িয়ে আসুন ব্যাঙ্কক-পাটায়া, এত সস্তায় বিদেশ ভ্রমণের সুযোগ আর পাবেন না
TRAVEL HOME BD TOUR PACKAGE : আপনিও কি গরমের ছুটিতে বিদেশে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? কিন্তু, সাধ থাকলেও সাধ্যে কুলোচ্ছে না? তাহলে জেনে নিন TRAVEL HOME BD র এই ট্যুর প্যাকেজ সম্পর্কে।
অন্যান্য বিদেশি জায়গার থেকে থাইল্যান্ড ভ্রমণের খরচ অনেকটাই কম। যদি এটা আপনার প্রথম বিদেশ ভ্রমণ হয়, তাহলে বাজেটের দিক থেকে থাইল্যান্ডই সবথেকে উপযুক্ত জায়গা। । যদি আপনি থাইল্যান্ড ভ্রমণের অত্যন্ত সস্তার ট্যুর প্যাকেজের খোঁজে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। পরের মাসে যাওয়ার জন্য, আপনি এখনই বুকিং করতে পারেন। আসুন, এই ট্যুর প্যাকেজ সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক –
ট্রাভেল হোম বিডি থাইল্যান্ড ট্যুর প্যাকেজ
থাইল্যান্ড ভ্রমণের জন্য ট্রাভেল হোম বিডি -র পক্ষ থেকে যে ট্যুর প্যাকেজটি চালু করা হয়েছে, তার যাত্রা শুরু হয় ঢাকা শহর থেকে। এই প্যাকেজের আওতায় ঢাকা থেকে থাইল্যান্ড যাওয়ার বিমান টিকিট দেওয়া হয়।
কী কী পরিষেবা মিলবে?
ঢাকা থেকে ব্যাঙ্কক যাওয়ার বিমানের টিকিট দেওয়া হবে। বিমানের টিকিট ছাড়াও, এই ট্যুর প্যাকেজে হোটেলের ভাড়া, খাওয়ার খরচ, স্থানীয় এলাকায় ঘোরাঘুরির জন্য বাসের সুবিধা এবং ট্যুর গাইড পাওয়া যাবে। তবে আপনার ব্যক্তিগত কেনাকাটির খরচ, নিজেকেই দিতে হবে। সব মিলিয়ে ৩ দিন ও ২ রাতের ট্যুর প্যাকেজে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক ও পাটায়া ঘুরিয়ে দেখানো হবে।
এই ট্যুর প্যাকেজের খরচ কত?
ট্রাভেল হোম বিডি অনুযায়ী, যদি একজন ভ্রমণ করেন, তাহলে আপনাকে দিতে হবে ৪৭,৯০০ টাকা। দুজনে ভ্রমণ করলে মাথা প্রতি খরচ পড়বে ৪৫,৫০০ টাকা।