আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য এ দিনটি সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জেলা প্রশাসন ও নানা শ্রেণীপেশার মানুষ। সকালে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজিজুর রহমান ও তাহমিনা আক্তার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সংগঠন।
খুলনায় নানা কর্মসূচির মাধ্যমে আজকের দিনটি পালন করছে জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠন। সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ হাদিস পার্ক থেকে র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশসান ,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৭ মার্চ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরায় নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা ১ ও ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার ও সাকিব আল হাসান। এ ছাড়াও সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আসাদুজ্জামান মিলনায়তনে ৭ মার্চের ভাষণের উপর আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে। সকাল ৮টায় শহরের জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহীউদ্দিন জাহাঙ্গীর। এরপর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় নেত্রকোনা কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান প্রমুখ। এ ছাড়াও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটনের নেতৃত্বে আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।