স্বাস্থ্যহাইলাইটস

ইউরোপের বিখ্যাত ৪৭ ডাক্তার বাংলাদেশে ফ্রি মেগা মেডিকেল ক্যাম্প সিলেটে

বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করলেন অর্ধশতাধিক বিদেশি চিকিৎসক

/74

দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসা দিতে বাংলাদেশে এসেছেন ইউরোপের খ্যাতনামা ৪৭ জন চিকিৎসক। যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সেবা প্রতিষ্ঠান তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট বিভাগে আগামী এক সপ্তাহ মেগা মেডিকেল ক্যাম্প করবেন তারা। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথেও এক বৈজ্ঞানিক সেমিনারে আজ (সোমবার) অংশ নেন তারা। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন ঢাকার ইন্টার কন্টিন্টোল হোটেলের বলরুমে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, বৃটেনের হাউজ অব লডর্সের সদস্য মঞ্জিলা পলা উদ্দিনসহ দেশের খ্যাতিমান চিকিৎসকরা। কার্ডিয়াক, ব্রেন, নিউরো, শিশু, চক্ষু, গাইনীসহ বিভিন্ন বিষয়ের প্রখ্যাত ইউরোপীয়ান চিকিৎসকরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নানা বিষয় তুলে ধরেন এই সেমিনারে।

ইউরোপের বিশেষজ্ঞ চিকিৎসকদের দলটি বাংলাদেশ সফরে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সেবা প্রতিষ্ঠান তাফিদা রাকিব ফাউন্ডেশনের আমন্ত্রনে। ২৭ ফেব্রুয়ারি থেকে তারা সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দেবেন। চিকিৎসক দলে আছেন ফ্রান্সের সুনামধন্য কার্ডিয়াক সার্জন অধ্যাপক ফিলিপ মেনাশে, ইংলান্ডের অধ্যাপক ম্যাথিয়াস ও অধ্যাপক কুমারান।

বাংলাদেশে বিদেশী চিকিৎসকদের এতো বড় মেগা মেডিকেল ক্যাম্প এর আগে আর হয়নি বলে জানান, আয়োজক প্রতিষ্ঠান তাফিদা রাকিব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সেলিনা বেগম। মেডিকেল ক্যাম্প শেষে ৬ মার্চ বাংলাদেশ ছাড়বেন ইউরোপের এই চিকিৎসক দলটি।

এমন আরো সংবাদ

Back to top button