ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ সেশনের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শুরু হবে। এদিন বেলা ১১টায় কলা ও সামাজিক অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি যুদ্ধ। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল ১১টায় ঢাকাসহ দেশের আট বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হবে। এবার এই ইউনিটে মোট আবেদন জমা পড়েছে এক লাখ ১২ হাজার ২৭৪টি। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ৫১ হাজার ৩৯১, বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ হাজার ৮৩৪ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ৪৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। এর আগে ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ নম্বরের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।
বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর। এছাড়া, ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।