দেশ

জিআই অনুমোদন পেল আরো তিন পণ্য

জিআই অনুমোদন পেল আরো তিন পণ্যবাংলাদেশের জিআই (ভৌগোলিক নির্দেশক) হিসেবে স্বীকৃতি পেয়েছে নতুন আরো তিনটি পণ্য। পণ্যগুলো হলো— যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশিকাঁথা। বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি)  শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) পণ্যগুলোকে জিআই স্বীকৃতি দিয়ে জার্নাল প্রকাশ করে। নতুন চারটি পণ্যসহ বাংলাদেশের মোট জিআই পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ -এ।

২০১৬ সালে জামদানি শাড়িকে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এরপর স্বীকৃতি পায় আরো ২০টি পণ্য। সেগুলো হলো—বাংলাদেশ ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুর কাটারীভোগ, বাংলাদেশ কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের বাগদা চিংড়ি, বাংলাদেশের শীতল পাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাই নবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ীর চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা। নতুন তিনটি পণ্যের আগে সম্প্রতি অনুমোদন হয় টাঙ্গাইল শাড়ী, নরসিংদীর অমৃতসাগর কলা,  গোপালগঞ্জের রসগোল্লা, রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর ও আগর আতর এবং মুক্তগাছার মণ্ডা।

এমন আরো সংবাদ

Back to top button