
আলোচনাকালে মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাদেরকে উন্নত সেবা প্রদান করা আমাদের লক্ষ্য । মন্ত্রী বলেন, বিমান দেশের জাতীয় পরিবহন সংস্থা একই সাথে বিমানকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হয়। লাশ পরিবহনের বিষয়ে মন্ত্রী বলেন, মৃত শ্রমিকদের লাশ পরিবহনে প্রবাসী মন্ত্রণালয় ও বিমান সমন্বিতভাবে কাজ করলে প্রবাসীদের অধিক সুবিধা প্রদান করা সম্ভব হবে, বিষয়টি তিনি আন্তরিকতার সাথে বিবেচনা করবেন।
অধিক ফ্লাইট পরিচালনার বিষয়ে মন্ত্রী বলেন, এই মূহুর্তে তা সম্ভব না হলেও যথা শীঘ্র আমরা এ বিষয়ে উদ্যোগ নেব। তিনি বলেন, আরো বিমান সংগ্রহের চেষ্টা চলছে এ ব্যাপারে বিমান নিমার্ন সংস্থাগুলোর সাথে আলাপ আলোচনা চলছে, আমেরিকার রাষ্ট্রদূত আমার অফিসে এসে এ ব্যাপারে তাদের প্রতিষ্ঠানের আগ্রহের কথা জানিয়েছেন।
নিউইয়র্কে ফ্লাইট চালুর বিষয়ে মন্ত্রী বলেন, আমরা এ ব্যাপারে চেষ্টা করছি, আমাদের সক্ষমতাও আছে তবে এ ব্যাপারে আমেরিকার সিদ্ধান্ত দরকার। তিনি বলেন, আমাদের প্রবাসী আমেরিকানরা সেখানকার কতৃর্পক্ষের সাথে এ ব্যাপারে কাজ পারেন। পরিত্যাক্ত বিমানগুলোকে বিকল্পভাবে ব্যবহারের জন্য প্রবাসীদের কাছ থেকে কোন প্রস্তাব পেলে বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী।