ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু
বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র এবং জনসংখ্যার হিসেবে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির ১৭ হাজার দ্বীপে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল পর্যন্ত। এদিন ভোটাররা নতুন প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সংসদ সদস্য ও স্থানীয় প্রতিনিধি নির্বাচন করবেন। খবর রয়টার্স।
এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদ এবং পার্লামেন্ট-প্রাদেশিক আইনসভার ২০ হাজার ৬০০ আসনে প্রার্থিতা করছেন প্রায় ২ লাখ ৫৯ হাজার প্রার্থী। ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বুধবারই শেষ হবে ভোটগ্রহণ এবং আজই জানা যাবে, কে হচ্ছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট। তবে জাকার্তা ও জাভার কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ফলাফল কিছুটা বিলম্ব হতে পারে।
নির্বাচনের প্রধান তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে আছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ানতো, জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো।
প্রাবোও ইন্দোনেশিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী এবং তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত সপ্তাহের এক সমীক্ষায় বলা হয়েছে, এবারের নির্বাচনে তিনিই জিততে চলেছেন। সমীক্ষার তথ্যমতে, দেশটিতে প্রবোওর জনসমর্থনের পরিসংখ্যান হচ্ছে ৫১ দশমিক ৮ থেকে ৯ শতাংশ। অন্যদিকে আনিয়েস এবং গাঞ্জার যথাক্রমে ২৭ এবং ৩১ পয়েন্টে পিছিয়ে রয়েছে। দেশটিতে প্রেসিডেন্ট পদে জয়ী হতে একজন প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। সে বিবেচনায় প্রবোও সবার থেকে এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।