খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকার ও ভারতের অধিনায়ক নিতু লিন্ডা। ছবি: সাফ
ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকার ও ভারতের অধিনায়ক নিতু লিন্ডা। ছবি: সাফ

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজ বৃহস্পতিবার স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি ভারত। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৬টায়। চার দলের এই আসরে রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দুই দল বাংলাদেশ ও ভারত ফাইনালে উঠেছে। আজ শিরোপার মীমাংসা।

বয়সভিত্তিক সাফের এটা পঞ্চম আসর। আগে তিনবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ ফরম্যাটে, ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ ফরম্যাটে ও ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ ফরম্যাটে শিরোপা জয় করে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। ২০২২ সালে অনূর্ধ্ব-১৮ ফরম্যাটে ভারতের কাছে ফাইনালে হেরে না গেলে চারে চার হতো বাংলাদেশের। এবার ঘরের মাঠে চতুর্থ শিরোপা জয়ের হাতছানি।

এবার রাউন্ড রবিন লিগে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আজ ফাইনালে মুখোমুখি দুই দল। ভারতের কোচ শুক্লা দত্ত বুধবারের সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের প্রতিশোধের কোনো চিন্তা নেই। তিনি বলেন, ‘প্রতিশোধের মানসিকতা আমার মধ্যে নেই। খেলতে এসেছি, খেলব। আবার বাংলাদেশের সঙ্গে দেখা হচ্ছে (ফাইনালে), সেটাই বড় ব্যাপার। আমারও ভালো লাগবে বাংলাদেশের সঙ্গে আবারও খেলতে, একটা ম্যাচ ওদের বিপক্ষে খেলেছি (হেরেছি), দেখা যাক, ফাইনালে কী হয়।’

বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু ২০২২ আসরের ফাইনালের প্রসঙ্গ উঠলে তা নিয়ে বলেন, ‘অতীত প্রসঙ্গ আমি আসলে খুব একটা অনুভব করি না, যেহেতু আমি ওই সময় দায়িত্বে ছিলাম না। আপনি যদি কোথাও না থাকেন, তখন আপনি ওই সময়ের উত্তাপটা অনুভব করবেন না। এটা ভিন্ন টুর্নামেন্ট, তুলনামূলক ভালো দলটিই জিতবে। এবার ভারতের বিপক্ষে প্রথম যে ম্যাচটা খেলেছিলাম, সেখানেই তো বুঝেছিলাম কঠিন প্রতিপক্ষ। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছিল ওটা। ফাইনালেও ভারতকে সমীহ করতে হবে। ওভাবে নিজেদের খেলাটা খেলতে হবে। ফাইনালে যে কোনো দলই জিততে পারে। যারাই চ্যাম্পিয়ন হয়, সেরা দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হয়।’

এমন আরো সংবাদ

Back to top button