ফেসবুকে পিপল ইউ মে নো ফিচার বন্ধের উপায়
ফেসবুকের নিউজ ফিড দেখার সময় প্রায়ই ফ্রেন্ডস সাজেশন সামনে আসে। অর্থাৎ ব্যবহারকারীর পরিচিত এমন কিছু আইডি দেখানো হয়। সেখান থেকে অনেকেই নতুন কাউকে বন্ধু তালিকায় যুক্ত করেন। তবে সবসময় এ সাজেশন বা পিপল ইউ মে নো ফিচার ভালো লাগে না। এক্ষেত্রে ফিচারটি বন্ধ করলে অযাচিত সাজেশন থেকে দূরে থাকা যাবে।
ফ্রেন্ডস সাজেশন দেয়ার জন্য ফেসবুক কীভাবে কাজ করে থাকে সে বিষয়েও জানা প্রয়োজন। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমটি এনগেজমেন্ট অ্যালগরিদম, ব্যবহারকারীর আপলোড করা কন্টাক্ট লিস্ট ও বিদ্যমান বন্ধুদের মাধ্যমে সাজেশন দিয়ে থাকে। তবে এ ফিচার ব্যবহার না করতে চাইলে সব ধরনের ডিভাইস থেকেই বন্ধ করে রাখা যাবে। ফেসবুক থেকে পিপল ইউ মে নো ফিচার বন্ধ করতে হলে প্রথমেই অ্যাপটি চালু করতে হবে। স্ক্রল করে পিপল ইউ মে নোতে আসার আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেখানে ওপরের দিকে থাকা থ্রি ডট মেন্যুতে প্রবেশ করে হাইড পিপল ইউ মে নোতে ক্লিক করতে হবে। ঠিক কতদিন এ ফিচার আড়ালে থাকবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে বিশ্লেষকদের মতে একটি বড় সময় ফিচারটি নিউজ ফিডে আসে না।
অনেক ব্যবহারকারী সেলফোনে মেসেজ ও ই-মেইলের মাধ্যমে ফ্রেন্ড সাজেশন পেয়ে থাকে। এটিও অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ব্যবহারকারীরা চাইলে এটিও বন্ধ করে দিতে পারবে। ফেসবুক মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট থেকে এ ধরনের নোটিফিকেশন পাঠিয়ে থাকে।
সেলফোনে মেসেজ ও ইমেইল আসা বন্ধেও কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে ফেসবুক অ্যাপ চালু করতে হবে। এর প্রোফাইলের ছবির সঙ্গে থাকা আইকনে ক্লিক করে সেটিংসে যেতে হবে। সেখান থেকে নোটিফিকেশনে প্রবেশ করলে সিলেক্ট পিপল ইউ মে নো থেকে নোটিফিকেশন দেখানোর অপশন নির্বাচন করতে হবে। এরপর থেকে মেসেজ বা ইমেইলে আর নোটিফিকেশন আসবে না।
কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার করলেও ফিচারটি বন্ধের উপায় রয়েছে। এজন্য ফেসবুকে প্রবেশ করে প্রোফাইল আইকন থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর নিচের দিকে নোটিফিকেশন অপশনে যেতে হবে। সেখানে পিপল ইউ মে নো অপশনে ক্লিক করে সব ধরনের নোটিফিকেশন (মেসেজ, ইমেইল, পুশ) বন্ধ করা যাবে। নোটিফিকেশন পুরোপুরি বন্ধ করা গেলেও ফ্রেন্ডস সাজেশন বক্স পুনরায় হাইড করে নিতে হবে।