পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লি পৌঁছেছেন ড. হাছান মাহমুদ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্করের আমন্ত্রণে তিনদিনের সফরে গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে নয়া দিল্লিতে পৌঁছেছেন তিনি। আগামী ৯ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
উষ্ণ অভ্যর্থনায় ড. হাছানকে বরণ করে নিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে তার প্রথম ভারত সফরের জন্য উষ্ণ অভ্যর্থনা। এই গুরুত্বপূর্ণ সফরে দুদেশের অংশীদারিত্ব আরও গতি পাবে বলে আমরা আশা করি।