এন্টারটেইনমেন্ট

সচেতনতা বাড়াতে পুনম পান্ডের মৃত্যুর নাটক

পুনম পান্ডে। ছবি : ফেসবুক থেকে নেওয়া
পুনম পান্ডে। ছবি : ফেসবুক থেকে নেওয়া

সার্ভিক্যাল ক্যানসারে মারা গেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে; শুক্রবার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন খবর জানিয়েছিলেন তাঁর ম্যানেজার পারুল চাওলা। একদিন না যেতেই সোশ্যাল মিডিয়াতে হাজির পুনম পান্ডে। শুধু তাই-ই নয়, নিজের মৃত্যুর ‘ফেক নিউজ়’ ছড়ানোর জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন। ইনস্টগ্রাম ভিডিওর মাধ্যমে পুনম বার্তা দিয়েছেন, সার্ভাইকাল ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল তাঁর ভুয়া মৃত্যুর ঘোষণার কারণ।

পুনম তাঁর ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, “আমি বেঁচে আছি। সার্ভাইকাল ক্যানসারে আমার মৃত্যু হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই কথা সেই সব মহিলাদের ক্ষেত্রে বলতে পারব না, যাঁরা সার্ভাইকাল ক্যানসারের কারণে মারা গিয়েছেন। তাঁদের কিছু করার ছিল না কারণ, এই ক্যানসার সম্পর্কে ধারণা কম সকলের। এখানে এসে আমি এটাই বলতে চাই যে, সার্ভাইকাল ক্যানসার থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য কিছু পরীক্ষা করাতে হয় শুরুতেই। এইচপিভি ভ্যাকসিন নিতে হয় সময় মতো…”

এমন আরো সংবাদ

Back to top button