কুয়ালালামপুরে শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার ২০২৪
২০ দিনে জমা পরেছে ৯৮ টি দেশে থেকে ১০৫৮ টি চলচ্চিত্র
প্রথমবারের মতো মালশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (কেএলআইএফএএ ২০২৪)। এই চলচ্চিত্র প্রদর্শনী চলবে ৭ থেকে ১১ আগষ্ট পর্যন্ত। চলচ্চিত্র জমা শুরু হয় ১২ জানুয়ারী থেকে। এর মধ্যেই এই প্রদর্শনীর জন্য চলচ্চিত্র জমা পরেছে ১০৫৮ টি বিভিন্ন ধরণের চলচ্চিত্র যা পাঠানো হয়েছে ৯৮ টি দেশ থেকে। এর নির্বাহী পরিচালক, জাফর ফিরোজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছেন, তিন মাসের মধ্যে এন্ট্রির সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছে যাবে। সিনেমা জমা দেয়া যাবে ৩১ মে পর্যন্ত।
তিনি আরো বলেন, কেএলআইএফএএ ২০২৪, একটি বিশ্বব্যাপী সাংস্কৃতিক মাইলফলকে অংশ হতে চায়। কৌশলগত অংশীদারিত্ব, ব্যাপক মিডিয়া কভারেজ, এবং শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতির মাধ্যমে, আমরা কেএলআইএফএএ -কে বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতা, শিল্প পেশাদার এবং দর্শকদের জন্য একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম হিসেবে অবস্থানে রাখার লক্ষ্যে কাজ করছি। প্রচুর ফিল্ম জমা পরায় আমাদের কঠোর পরিশ্রম চালিকা শক্তি হিসেবে কাজ করছে।
জাফর বলেন,এই প্রদর্শনীর সর্বোচ্চ চেষ্টা থাকবে গুনগত মান রেখে সিনেমার যাচাই বাছাই করা। যাতে বিশ্বে ছড়িয়ে থাকা প্রতিভাবানদের আকৃষ্ট করা যায়। আমাদের আরো ভালো মানের সিনেমা জমা হওয়া দরকার। গুন গত মানের সিনেমাই একটা প্রদর্শনী মেরুদন্ড।
জাফর বলেন, অন্যান্য পুরস্কারের বিপরীতে, কেএলআইএফএএ ২০২৪) নতুন হওয়া সত্ত্বেও, এটি শুধুমাত্র একটি পুরস্কার নয় , চলচ্চিত্র এবং টিভি প্রযোজনার ক্ষেত্রে বিশ্বব্যাপী শ্রেষ্ঠ উদযাপন।
অন্তুর্ভুক্তি, বৈচিত্র্য এবং গল্প বলার ধরণ বৈশ্যিক প্রভাব আমাদের আলাদা ভাবে পরিচয় করিয়ে দিবে। আমরা ফিচার ফিল্ম, টিভি নাটক, ডকুমেন্টারি, শর্ট ফিল্ম এবং অ্যানিমেশন ফিল্ম সবার কাছে আহবান করেছি।
এখন এত বড় ইভেন্ট আয়োজনের প্রয়োজন কেন? এমন আয়োজন এর জবাবে কেএলআইএফএএ ২০২৪),-এর সভাপতি, ডক্টর হাসান হামজাহ বলেন, স্থানীয় চলচ্চিত্র কিছু দুর্বলতা আছে , আমরা স্বীকার করি তা সত্যেয় কেএলআইএফএএ ২০২৪),একটি ইতিবাচক উদযাপন হবে যা মিডিয়াতে গতি নিয়ে আসবে । এবং নানান চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা চাই নতুন উদ্দ্যোমে কাজ করতে। “কান ফিল্ম ফেস্টিভ্যাল যেভাবে ফরাসি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আশা নিয়ে এসেছিল, আমরা দেখতে পাচ্ছি কেএলআইএফএএ ২০২৪),আমাদের স্থানীয় প্রতিভাকে লালন করার ক্ষেত্রে একই ধরনের ভূমিকা পালন করছে বলে ডক্টর হাসান হামজাহ জানিয়েছেন।