কূটনীতিহাইলাইটস

নিজস্ব মুদ্রায় বাংলাদেশকে সহায়তা করতে চায় চীন: রাষ্ট্রদূত

ছবি : পরিকল্পনা মন্ত্রণালয়
ছবি : পরিকল্পনা মন্ত্রণালয়

নিজেদের মুদ্রায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে চীন আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম সঙ্গে তার আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের মনিটারি পলিসির কারণে ডলারের মূল্য উঠানামা করছে। বিশ্বের অনেক দেশের মধ্যে চীনেও এটার প্রভাব দেখা যাচ্ছে। তাই এমন পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ এবং চীনের নিজেদের মুদ্রায় লেনদেন বৃদ্ধির বিষয় আলোচনা করেছি। আশা করছি এ বিষয়ে একসঙ্গে কাজ করতে পারবো আমরা। এ সময় বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন, আমরা ১৪টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি নিজেদের জন্য। আর বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র আটটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে। তাই আমরা আমাদের অভিজ্ঞতা থেকে সামনে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চাই।

পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম বলেন, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এটা আমার প্রথম সৌজন্য সাক্ষাৎ ছিল। তাই প্রথম সাক্ষাতেই অর্থ ছাড়ের বিষয়গুলি নিয়ে আলোচনা করা যায় না। এটি একটি প্রক্রিয়ার বিষয়।

এমন আরো সংবাদ

Back to top button