বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার সিলেট পর্ব শুরু হচ্ছে। প্রথমেই মুখোমুখি খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে শুক্রবার বেলা ২টায়। সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকায় প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে খুলনা টাইগার্স। তারা দুই ম্যাচ খেলে দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে। তিন ম্যাচে দুই জয় পাওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে দুইয়ে। এরপর রংপুর, দুর্দান্ত ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল ও সিলেট। একমাত্র সিলেটই এখনো জয়শূন্য। তারা কি পারবে সিলেটে জয়ে ফিরতে?
আজ রংপুরের ম্যাচে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। সিঙ্গাপুরে কয়েক দফায় চোখের পরীক্ষা করিয়ে বুধবার রাতেই তার দেশে ফেরার কথা রয়েছে। সাকিবের চোখের সমস্যার সমাধানে এখনই অস্ত্রোপচার কিংবা লেজার চিকিৎসার পথ বেছে নেয়া হচ্ছে না বলে জানিয়েছে বিসিবি। আপাতত ‘কনজারভেটিভ’ পদ্ধতিতে চিকিৎসা চলবে। এর অংশ হিসেবে নিয়মিত ওষুধের ব্যবহার যেমন করতে হবে, তেমনি শারীরিক ক্লান্তি ও চাপ কমাতে হবে বাংলাদেশ অধিনায়ককে। সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত খেলতে কোনো বাধা নেই।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সিরস কোরিওরেটনোপ্যাথি (সিএসআর) রোগে আক্রান্ত সাকিব। এটি রেটিনার একটি সমস্যা, যা দৃষ্টিশক্তিকে বাধাগ্রস্থ করে। মূলত তার রেটিনার নিচ দিকে অনেক সময় এক ধরনের তরল জমা হচ্ছে, যা তার দৃষ্টিকে কিছুটা ঝাপসা করে দিচ্ছে। ২০ জানুয়ারি সাকিবকে নিয়ে প্রথম ম্যাচটি বরিশালের কাছে হেরে যায় রংপুর। ২৩ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেটকে হারায় রংপুর। ওই ম্যাচে খেলেননি সাকিব। পাকিস্তানি তারকা বাবর আজম ফিফটি করে জেতান রংপুরকে। তারকাখচিত দলটি শুক্রবার মুখোমুখি হবে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল খুলনার।
এদিকে, মঙ্গলবার বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মুশফিকুর রহিম। তার রান এখন ৩ হাজার ৩৮। ওইদিন ৪৪ বলে ৬২ রান করে তিনি বরিশাল সতীর্থ তামিমমে টপকে যান। একই ম্যাচে ১৯ রান করা তামিম ৩ হাজার ২৪ রান নিয়ে এখন দুইয়ে।