দেশহাইলাইটস

জনস্বার্থ বিবেচনা করে প্রকল্প নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

854চলমান উন্নয়ন প্রকল্প যত তাড়াতাড়ি সম্ভব সমাপ্ত এবং যথাযথ যাচাই-বাছাই করে, জনস্বার্থ বিবেচনায় নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ জানুয়ারি) সকালে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সেই চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে যেগুলোর খরচ কম। কারণ আমি মনে করি, আমরা যত তাড়াতাড়ি সেগুলো সম্পন্ন করব আরো বেশি সুবিধা পাব।

প্রকল্পগুলো শেষ করতে দেরি না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিশ্চিত করুন যে প্রকল্পগুলো বাস্তবায়নে কোনো বিলম্ব হবে না এবং বারবার প্রকল্পগুলো সম্পূর্ণ করার জন্য কোনো অপ্রয়োজনীয় সময় বাড়ানো হবে না।

এ সময় অপ্রয়োজনীয় বড় কোনো উন্নয়ন প্রকল্প না নেওয়ার জন্য পুনরায় আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বড় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অন্যান্য যে বিষয় বিবেচনায় রাখতে হবে তা হলো- প্রকল্পটি সম্পূর্ণ করতে কত টাকা লাগবে, কত টাকা ঋণ হবে, কত টাকা পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করতে বাংলাদেশ কত সময় পাবে এবং শেষ পর্যন্ত, বাংলাদেশ কি ঋণ পরিশোধ করতে সক্ষম? যেকোনো মেগা প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে।

এমন আরো সংবাদ

Back to top button