দেশহাইলাইটস

সৌদি আরবের কাছে আরো বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সৌদি আরবের কাছে আরো বিনিয়োগ চান প্রধানমন্ত্রীবাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির জন্য সরকারের নেয়া পদক্ষেপগুলোকে এগিয়ে নিতে সৌদি আরবের কাছে আরো বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান সৌজন্য সাক্ষাতে এলে এ আহ্বান জানান বাংলাদেশের সরকারপ্রধান। পরে প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন সৌদি রাষ্ট্রদূত। শেখ হাসিনা বলেন, ‘এ দেশের সরকার ও জনগণ সৌদি আরব ও এর জনগণের মঙ্গল কামনা করে। কারণ তারা মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের জিম্মাদার।’ সরকারপ্রধান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি অভিনন্দনবার্তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত। বার্তায় যুবরাজ বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের আটটি বিভাগে আটটি মসজিদ ও আরবি ভাষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য তার দেশের ইচ্ছার কথা জানান। প্রধানমন্ত্রী ঢাকায় একটি ইনস্টিটিউট স্থাপনের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন। সৌদি রাষ্ট্রদূত জানান, আগামী দিনে হজ ও ওমরাহর প্রক্রিয়া আরো সহজ করতে তারা ব্যবস্থা নিচ্ছেন। সৌদি আরব এবং বাংলাদেশ ক্রীড়া ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়াতে পারে।

রাষ্ট্রদূত অন্য পেশাদারের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসা কর্মীদের নিয়ে যাওয়ার জন্য তার দেশের আগ্রহ প্রকাশ করেন। এদিন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফ্রান্সসহ উন্নয়ন সহযোগীদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে টেকসই করতে ফ্রান্সসহ উন্নয়ন সহযোগীদের সহযোগিতা প্রয়োজন।’

ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর প্রতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর চাপ আরো বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চতুর্থ প্রজন্ম এখানে বসবাস করছে। পাকিস্তান তাদের আর ফিরিয়ে নেবে বলে মনে হয় না। আমরা তাদের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করতে তাদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করছি।’ তিনি ফরাসি গ্যাস কোম্পানিকে বাংলাদেশের গ্যাস খাতে এবং গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের জন্য অনুরোধ জানান।

তারা এয়ারবাস ক্রয় ও বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণসহ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা করেন। ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই ৭ জানুয়ারি অনুষ্ঠিত সর্বশেষ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য এবং প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁর একটি অভিনন্দনবার্তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

জলবায়ু সমস্যা সম্পর্কে রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশকে ‘‌লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ পেতে সহায়তা করবে এবং তারা বাংলাদেশকে এ তহবিল ব্যবহারে অগ্রণী হিসেবে দেখতে চায়। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ একটি উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্রান্স বাংলাদেশকে সবুজ জ্বালানি উত্তরণে সহায়তা করতে চায়।’ রাষ্ট্রদূত আরো জানান, তার দেশ ব্লুইকোনমি ও সাইবার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। উভয় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন ও মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

এমন আরো সংবাদ

Back to top button