জেলার খবরধর্মীয়

বিশ্ব ইজতেমার জন্য মাঠ প্রস্তুতির কাজ ৭৫ ভাগ সম্পন্ন

বিশ্ব ইজতেমার জন্য মাঠ প্রস্তুতির কাজ ৭৫ ভাগ সম্পন্ন আর ৯দিন পর শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ উপলক্ষে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার ময়দান প্রস্তুতের কাজ। সরেজমিনে গিয়ে, বিশ্ব ইজতেমার আয়োজক ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে শুরু হয় তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। এখানে দেশ-বিদেশের কয়েক লাখ ধর্ম প্রাণ মুসল্লি অংশগ্রহণ করে। ৩ দিন করে দুই পর্বের এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। এখানে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

বিশ্ব ইজতেমাকে সামনে রেখে মাঠ প্রস্তুতির কাজ করা হচ্ছে। স্বেচ্ছাশ্রমে কাজ করছে তাবলিগ জামাত অনুসারীরা। কেউ কেউ শামিয়ানা টানাচ্ছে, কেউ বিদ্যুতের কাজ করছে, কেউ বাথরুম পরিষ্কার, কেউ ময়দান পরিষ্কার, আবার কেউ খুঁটি পুতছে। এভাবেই প্রস্তুত হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দান। এ পর্যন্ত বিশ্ব ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ ৭৫ ভাগ শেষ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই বাকি কাজ সম্পন্ন হবে।

দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে মুখরিত হয় টঙ্গীর তুরাগ তীর। বিশ্ব ইজতেমায় নিজ নিজ খিত্তায় চলে রান্নাবান্নার কাজ। নিজ নিজ দায়িত্বে এখানেই থাকা, খাওয়া ও গোসলসহ প্রয়োজনীয় কাজকর্ম সেরে নেন মুসল্লিরা। এখানে শুয়ে বসেই বয়ান শুনেন বিভিন্ন বয়সের দেশ-বিদেশের মুসল্লিগণ। লাখ লাখ মানুষের সঙ্গে জামাতের হয়ে নামাজ আদায় ও জিকির করা হয়।

২০২৪ সালের বিশ্ব ইজতেমা প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। আগামী ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে আবার ৯ ফেব্রুয়ারি আম বয়ান মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ন্যায় একইভাবে ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। বিশ্ব ইজতেমা উপলক্ষে লাখ লাখ মুসল্লিদের নিরাপত্তায় র‍্যাব, পুলিশ, আনসারসহ কয়েক হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কাজ করে। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয় পুরো ইজতেমার ময়দান।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মাওলানা জোবায়ের অনুসারী মুরুব্বি মুফতি জহির ইবনে মুসল্লি বলেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি। ইতোমধ্যে বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুতির ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ইজতেমায় প্রথম পর্বে মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি হয়। ফলে ময়দানে জায়গা হয় না। মুসল্লিদের সমস্যা হয়। জায়গা না পেয়ে অনেক মুসল্লি চলে যায়। তাই এবার দিয়া বাড়িতে আরেকটি ময়দান প্রস্তুত করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে আসছি আমাদের (মাওলানা জোবায়ের অনুসারী) প্রথম পর্ব দুই ভাবে ভাগ করে দুই পর্বে বিশ্ব ইজতেমা করার। এছাড়া আমাদের বর্তমানে কোন সমস্যা নেই। আশা করছি শান্তিপূর্ণভাবেই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে।

এমন আরো সংবাদ

Back to top button