নির্বাচনহাইলাইটস

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনের তারিখ ঘোষণা

নির্বাচন ভবন। ফাইল ছবি
নির্বাচন ভবন। ফাইল ছবি

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান রহমান বলেছেন, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, ‍কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে। ইসি আনিছুর রহমান আরও জানান, এবারও পাঁচটি ধাপে উপজেলা পরিষদের নির্বাচন হবে। প্রথম ধাপের নির্বাচন আগামী এপ্রিল মাসে সম্পন্ন করার পরিকল্পনা আছে।

এমন আরো সংবাদ

Back to top button