সজীব ওয়াজেদ আবারো প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা হিসেবে আবারো নিয়োগ পেয়েছেন তার পুত্র সজীব আহমেদ ওয়াজেদ। খণ্ডকালীন ও অবৈতনিক উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এমএম ইমরুল কায়েস সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করে আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সব মিলিয়ে পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়।