জেলার খবর

প্রবাসীদের নিয়ে  অসহায় শীতার্ত মানুষকে কম্বল উপহার দিল বান্দরবান  জেলা পুলিশ

newsঅসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে  বান্দরবান জেলা পুলিশ।  শুক্রবার জেলার  সদর থানার রাজবিলা ইউনিয়নে অসহায়দের মাঝে কম্বল বিতরনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রবাসী বাংলাদেশি সাংবাদিক  ও কমিউনিটি সংগঠকদের নিয়ে  এ মানবিক কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার সৈকত শাহীন।  অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন এ মানবিক উদ্যোগের অন্যতম পৃষ্ঠপােষক ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী ও   এনআরবি সিআইপি অ্যাসোসয়িশনের  সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, সিআইপি।
উপস্থিত ছিলেন, জ্যেষ্ট সাংবাদিক ও  প্রবাস বিষয়ক পরামর্শক এজাজ মাহমুদ, মোজাম্বিক প্রবাসী সিআইপি দিদারুল ইসলাম , মালয়েশিয়া বাংলা প্রেসক্লাবের সভাপতি আহমাদুল কবির, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি,  রাসেল আহমেদ, গ্রিসপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক মতিউর রহমান মুন্না, মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ আলী এবং পর্তুগালের বাংলাদেশ কমিউনিটি সংগঠক সাজিন আহম্মেদ কৌশিক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএম (সেবা), মোঃ আবদুল করিম অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপ্‌স), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহ আলম,  রাজবিলা পুলিশ কেন্দ্রের  ইনচার্জ বেলাল উদ্দিনসহ জেলা পুলিশের পদসস্থ কর্মকর্তা।অনুষ্ঠানে জানানো হয়, এই মানবিক কর্মসূচির আওতায়  ধারাবাহিকভাবে  জেলার প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করছে বান্দবান জেলা পুলিশ।

এমন আরো সংবাদ

Back to top button