প্রকাশ্যে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ফার্স্টলুক

পপ সম্রাটের মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার ফার্স্টলুকের সূত্র ধরে এ বিষয়ে সন্দেহের নিরসন হলো। অর্থাৎ সিনেমাটি হচ্ছে। বায়োপিকটির শিরোনাম ‘মাইকেল’। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন মাইকেল জ্যাকসনের ভাইপো জাফর জ্যাকসন। গতকাল শনিবার (২০ জানুয়ারি) ইনস্টাগ্রামে সাদাকালো একটি ছবি পোস্ট করেছেন জাফর। সেখানে মাইকেল জ্যাকসনের জনপ্রিয় নাচের মুদ্রা চিনতে কারো এক সেকেন্ডও লাগে না।
এ পপ আইকনের নাচের মুদ্রার মধ্যে ‘মুন ওয়াক’ ও ‘টো স্ট্যান্ডিং’ সবচেয়ে আলোচিত। জাফর আপাতত দ্বিতীয় মুদ্রাটি দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি মূলত শুটিং শুরুর ঘোষণা দিলেন। ক্যাপশনে জাফর লেখেন, ‘আগামী সোমবার থেকে সফর শুরু হবে’। ‘মাইকেল’ নির্মাণ করছেন ‘দ্য ইকুয়ালাইজার’ ফ্র্যাঞ্চাইজর জন্য পরিচিত পরিচালক আঁতোয়া ফুকুয়া।
মাইকেল জ্যাকসনের জীবন নিঃসন্দেহে অনেক আকর্ষণীয় ঘটনায় ভরপুর। তবে বিতর্ক যে নেই এমনও নয়। তাই মাইকেলের বায়োপিকে জীবনের কোন কোন অংশ দেখানো হবে, তা নিয়ে আগ্রহ সবার। আপাতত নির্মাতারা গল্পের আউটলাইন আড়ালেই রেখেছেন।
এ সিনেমার অভিনেতা জাফর গায়ক ও নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। তাকে বেছে নেয়া প্রসঙ্গে মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন বলেন, ‘জাফরকে আমার ছেলের মতোই দেখতে। জ্যাকসনের জনপ্রিয়তাকে ও যে এগিয়ে নিয়ে চলেছে তা দেখে আমি গর্বিত।’