অর্থনীতি

ব্যবসা নয়, বাজার হবে ভোক্তা বান্ধব: বাণিজ্য প্রতিমন্ত্রী

ব্যবসা নয়, বাজার হবে ভোক্তা বান্ধব: বাণিজ্য প্রতিমন্ত্রীবাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এখন থেকে স্মার্ট ও স্বচ্ছ বাজার ব্যবস্থা চালু করা হবে। ব্যবসা নয়, বাজার হবে ভোক্তা বান্ধব। দাম কমানো নয়, লক্ষ্য যৌক্তিক পর্যায়ে রাখা।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পবিত্র রমজান মাস উপলক্ষে ভোজ্যতেল ও চিনির আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শুরুর আগে এসব কথা বলেন তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী জুন মাসের পর বাজারে সিন্ডিকেট আছে বলা লাগবে না। কেউ মজুদ করে ভোক্তাদের কষ্ট দিলে ও রাজনৈতিক পরিস্থিতি খারাপ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।তিনি বলেন, আসন্ন রমজান মাসে তেল, চিনিসহ সব ধরনের নিত্যপণ্য সরবরাহ যেন ঠিক থাকে ব্যবসায়ীদের কাছে প্রত্যাশা। স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকবে।

এমন আরো সংবাদ

Back to top button