ভ্রমণ

বগালেক-কেউক্রাডং ভ্রমণে মোটরসাই‌কেল নিরুৎসাহিত প্রশাসনের

রুমা উপ‌জেলার বগা‌লেক।
রুমা উপ‌জেলার বগা‌লেক।

বান্দরবানের রুমার উপ‌জেলার পর্যটন কেন্দ্র বগালেক ও কেউক্রাডংয়ে মোটরসাই‌কেল নিয়ে পর্যটকদের যেতে নিরুৎসাহিত করেছে রুমা উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেন।

সৈয়দ মাহবুবুল হক জানান, উপ‌জেলার রুমা-কেউক্রাডং সড়কে সম্প্রতি পাইন্দু ইউপি চেয়ারম্যানকে অপহরণের ঘটনা ও সড়‌ক উন্নয়নের ল‌ক্ষে রুমায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেউক্রাডং ও বগালেক পর্যটন কেন্দ্রে শুধুমাত্র মোটরসাই‌কেল যোগে পর্যটক যাতায়াতে সাময়িক ভাবে নিরুৎসাহিত করা হয়েছে। সড়ক উন্নয়ন কাজ ও পরিস্থিতি স্বাভাবিক  হলে পুনরায় যেতে দেওয়া হবে।

এছাড়াও রুমা-কেউক্রাডং সড়কের বাসলং পাড়া, হারমুন পাড়া, দার্জিলিং পাড়া এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের অবস্থান দেখা যাওয়ায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কষ্টসাধ্য। তাই আগত পর্যটকদের  সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মটর বাইক যোগে ওই স্পট গুলোতে যাতায়াতে নিরুৎসাহিত করা হয়েছে। সড়ক উন্নয়ন কাজ সমাপ্ত ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা আগের মতো মোটর সাই‌কেল যো‌গে যাতায়াত করতে পারবেন বলে জানান তিনি।

এমন আরো সংবাদ

Back to top button