দেশহাইলাইটস

জুনাইদ আহমেদ পলকের সঙ্গে পিটার হাসের বৈঠক

51ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেছেন। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ম. শেফায়েত হোসেন।

পরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র আমাদের প্রধান উন্নয়ন সহযোগী দেশ। দেশটির সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় অনেক বিষয় জড়িত। আমাদের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই। প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যুক্তরাষ্ট্রের অনেক বড় বিনিয়োগ রয়েছে। এ ছাড়া দেশটি থেকে আমাদের বিপুল রপ্তানি আয় আসে।’

এমন আরো সংবাদ

Back to top button