জেলার খবর
শীতার্তদের পাশে দাড়ালেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি
শীতার্তদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।আজ রবিবার (১৪ জানুয়ারি) বেলা চার ঘটিকায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রায় পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি ঢাকার উদ্দোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম (সেবা)। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম, পিপিএম (বার)। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল কল্লোল কুমার দত্ত, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল প্রমুখ। পুলিশ সুপার, নীলফামারীর সহযোগিতায় কিশোরীগঞ্জ বহুমখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।