মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ম্যায় অটল হুঁ’। অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে সাজানো গল্পে অটল চরিত্রে দেখা যাবে বলিউড তারকা পঙ্কজ ত্রিপাঠীকে। গত ২৫ ডিসেম্বর ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর সংশয় ওঠে এর ঐতিহাসিকতা নিয়ে। সম্প্রতি পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে ভক্ত ও সিনেমাপ্রেমীদের আশ্বস্ত করলেন পঙ্কজ ত্রিপাঠী। সিনেমাটি প্রপাগান্ডা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিনেমাটিতে প্রতিটি বিষয়কেই নিখুঁত রাখার চেষ্টা করা হয়েছে। আমরা এটা জানি এবং এ বিষয়ে সচেতন। ইচ্ছা ছিল অটল বিহারীর জীবনকে বড় পর্দায় নিয়ে আসা। যেহেতু সিনেমাটি জীবনধর্মী। সবার আগে এটা নিশ্চিত করতে হয়েছে যে সঠিক তথ্যটাই তুলে ধরছি।’
ত্রিপাঠি মনে করেন, তার ম্যায় অটল হুঁ তৈরি হয়েছে সংবেদনশীলতা নিয়ে। মানুষকে গল্পের সঙ্গে সম্পৃক্ত করার জন্য। আর পরিচালক রবি যাদব নির্মাণকে নিখুঁত রাখার ক্ষেত্রে প্রচেষ্টার ত্রুটি রাখেননি। ত্রিপাঠি জানান, এটা কেবল অটল বিহারীর জীবনী নয়। এটা স্বাধীনতাকালীন ভারতের রাজনৈতিক সফর। কীভাবে নির্বাচন হয়েছে, কীভাবে ভোট নেয়া হয়েছে ও কীভাবে সমাজ বদলেছে, তার চিত্র তুলে আনা হয়েছে। এর উদ্দেশ্য ছিল একই সঙ্গে বিনোদন দেয়া ও অনুপ্রেরণা হিসেবে কাজ করা। তবে প্রথম দিকে ত্রিপাঠি অতটা আত্মবিশ্বাসী ছিলেন না। তিনি বলেন, ‘প্রথম দিকে আমি কখনই আত্মবিশ্বাসী থাকি না। সেটা ফিকশনাল হোক কিংবা নন-ফিকশনাল। বরং আমি সবসময় বের করতে চেয়েছি আমি কি করব, কীভাবে করব, সেটা। দুই-তিনদিন ধরে আমি রীতিমতো যুদ্ধ করেছি চরিত্রের ভেতর ঢুকতে। আমরা মানুষ। আমাদের ভালো যেমন রয়েছে, তেমনি রয়েছে সীমাবদ্ধতা। সেটা মাথায় রেখেই পর্দায় আনা উচিত।’ রবি যাদব পরিচালিত ম্যায় অটল হুঁ মুক্তি পেতে যাচ্ছে ১৯ জানুয়ারি। পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও আরো রয়েছেন পীযূষ মিশ্র, রাজা রমেশকুমার ও দয়া শঙ্কর পান্ডে।