দুইদিনের সফরে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী
দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দুইদিনের সফরে গোপালগঞ্জের পথে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা থেকে রওনা হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
টানা চতুর্থবার সরকার গঠনের পর সরকারপ্রধান হয়ে রাষ্ট্রীয় সফরে এ প্রথম টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সেখানে ও কোটালীপাড়ায় কর্মী সভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে কর্মী সভায় বক্তব্য রাখবেন। আগামীকাল কোটালীপাড়ায় কর্মী সভায় বক্তব্য রাখবেন তিনি।
সম্প্রতি সংসদ নির্বাচনের আগে দুইদিনের সফরে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।