রাজনীতিহাইলাইটস

৯ মামলায় জামিন পেয়েছেন মির্জা ফখরুল

৯ মামলায় জামিন পেয়েছেন মির্জা ফখরুলনাশকতার ৯ মামলা থেকেই জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১০ জানুয়ারি) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালত এ আদেশ দেন এর আগে, গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালত আজ শুনানির দিন ধার্য করেন। একইসঙ্গে আবেদনের প্রেক্ষিতে আরো ৯ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখান আদালত।

ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবলকে হত্যা, রাস্তায় অবৈধ জমায়েত, যানবাহন ভাঙচুর, তাণ্ডব, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পদের ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত এবং দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে পল্টন ও রমনা থানায় নয়টি মামলা করে পুলিশ।

৯ মামলায় জামিন পেলেও এখনই কারামুক্ত হচ্ছেন না মির্জা ফখরুল। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বণিক বার্তাকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক জটিলতার কথা আদালতকে বলেছি। এছাড়া উনার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ এজাহারে নাই। সব কিছু শুনে আদালত ৯ মামলায় জামিন দিয়েছেন। তবে এ ৯ মামলায় জামিন পেলেও রমনা ও পল্টন থানায় দায়ের করা দুটি মামলায় জামিন না হওয়া পর্যন্ত তিনি কারাগার থেকে বের হতে পারবেন না। ওই দুটি মামলায় শিগগিরই তিনি জামিন পাবেন বলে আমরা আশা করছি।

এমন আরো সংবাদ

Back to top button