এন্টারটেইনমেন্টবিদেশ
মালয়েশিয়ায় প্রথমবারের মত শুরু হচ্ছে ফিল্ম একাডেমী এওয়ার্ডস
মালয়েশিয়াতে প্রথম বারের মত শুরু হচ্ছে ফিল্ম এবং টেলিভিশন প্রফেশনালদের নিয়ে কুয়ালালুমপুর ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমী এওয়ার্ডস ২০২৪। আগামি ৭ থেকে ১১ আগস্ট, কোয়ালালামপুর কনভেনশন সেন্টার (কেএলসিসি) এ অনুষ্ঠিত হবে, যা ফিল্ম এবং টেলিভিশন প্রফেশনালদের উৎসাহিত করবে। কেএলআইফার চেয়ারম্যান তেংকু আজলান ইবনে সুলতান আবু বকর প্রথম কোয়ালালামপুর আন্তর্জাতিক চলচ্চিত্র একাডেমি এওয়ার্ডস ২০২৪ এর সাংবাদিক সম্মেলনে উৎসবের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ফিচার ফিল্ম, টিভি নাটক, ডকুমেন্টারি, শর্ট ফিল্ম, বিনোদন সাংবাদিকতা, এনিমেশন এবং আজীবন সম্মাননা বিভাগে আবেদন শুরু হবে ১ মার্চ থেকে। প্রতিযোগিতা ছাড়াও ওয়ার্ল্ড প্রিমিয়ার ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দিতে পারবে।
অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন শুরু হবে ১ মার্চ হতে ১০ মার্চ পর্যন্ত। পরিচালক, শিল্পী, প্রযোজক, পরিবেশক, সাংবাদিক, ফটোগ্রাফার, টিভি রিপোর্টার এবং রেডিও রিপোর্টার, অনলাইন রিপোর্টার, পিআর এজেন্ট এবং ফিল্ম স্টুডেন্টরাও আবেদন করতে পারবে। আবেদন এবং বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েব সাইট www.klifaa.com ইমেইল- office@klifaa.com
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (ফিনাস) মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক কামিল ওথমান, ফিনাস প্রধান নির্বাহী অফিসার দাতুক আজমির সাইফুদ্দিন মুতালিব, মালয়েশিয়ার সৃজনশীল কন্টেন্ট এসোসিয়েশন (সিসিএম) প্রধান নির্বাহী অফিসার দাতুক মাহিদিন মুস্তাকিম। কেএলআইফার প্রেসিডেন্ট ডাঃ হাসান হামজাহ, উৎসব পরিচালক দাতিন পাদুকা শুহাইমি বাবা, মালয়েশিয়া চলচ্চিত্র পরিচালক সমিতির প্রেসিডেন্ট দাতুক আফদলিন সাউকি, নির্বাহী পরিচালক জাফর ফিরোজ, সেক্রেটারিয়েট পরিচালক জায়নী হাসান, কনফারেন্স পরিচালক ডাঃ জুলকিফলি এবি রাশিদ, প্রোটোকল পরিচালক নাশুয়া ফাউজুন, পরিচালক প্রেস লেতফী আহমদ, অ্যাক্রেডিটেশনের প্রধান ফেরি আনুগ্রাহ মকমুর, এবং ডিজিটাল যোগাযোগের প্রধান ইলরাফাই সাপি।