নির্বাচনহাইলাইটস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ

ইসির লোগো ও জাতীয় সংসদের ফাইল ছবি
ইসির লোগো ও জাতীয় সংসদের ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যরা স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে তাদের সদস্যপদ খারিজ হয়ে যাবে।

গতকাল বিকেলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এনটিভি অনলাইনকে বলেছিলেন, আইন অনুযায়ী গেজেট হয়ে যাওয়ার ৭২ ঘণ্টা, অর্থাৎ তিন দিনের মধ্যেই শপথ নিতে হবে প্রার্থীদের।

সংসদ সদস্যদের আসন শূন্য হওয়ার বিষয়ে সংবিধানের ৬৭নং অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো সংসদ সদস্যের আসন শূন্য হবে, যদি (ক) তার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে নব্বই দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করতে অসমর্থ হন। তবে, শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বর্ধিত করতে পারবেন, (খ) সংসদের অনুমতি না নিয়ে তিনি নব্বই বৈঠক-দিবস অনুপস্থিত থাকেন, (গ) সংসদ ভেঙে যায়, (ঘ) তিনি এই সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২) দফার অধীন অযোগ্য হয়ে যান অথবা (ঙ) এই সংবিধানের ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়।

(২) কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করতে পারবেন ও স্পিকার কিংবা স্পিকারের পদশূন্য থাকলে বা অন্য কোনো কারণে স্পিকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হলে ডেপুটি স্পিকার যখন ওই পত্র পান, তখন থেকে ওই সদস্যের আসন শূন্য হবে।

শপথ বিষয়ে সংবিধানের ১৪৮নং অনুচ্ছেদে বলা হয়েছে, ‘(১) তৃতীয় তফসিলে উল্লিখিত যে কোনো পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তি কার্যভার গ্রহণের আগে ওই তফসিল অনুযায়ী শপথগ্রহণ বা ঘোষণা (এই অনুচ্ছেদে ‘শপথ’ বলে অভিহিত) করবেন এবং অনুরূপ শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন।

(২) এই সংবিধানের অধীন নির্দিষ্ট কোনো ব্যক্তির নিকট শপথগ্রহণ আবশ্যক হলে অনুরূপ ব্যক্তি যেরূপ ব্যক্তি ও স্থান নির্ধারণ করবেন, সেরূপ ব্যক্তির নিকট সেরূপ স্থানে শপথগ্রহণ করা যাবে।

২(ক) ১২৩ অনুচ্ছেদের (৩) দফার অধীন অনুষ্ঠিত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ থেকে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এই উদ্দেশে নির্দিষ্ট ব্যক্তি বা অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যেকোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করতে ব্যর্থ হলে বা না করলে, প্রধান নির্বাচন কমিশনার এর পরবর্তী তিন দিনের মধ্যে ওই শপথপাঠ পরিচালনা করবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই এর জন্য নির্দিষ্ট ব্যক্তি।

(৩) এই সংবিধানের অধীন যেক্ষেত্রে কোনো ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের আগে শপথগ্রহণ আবশ্যক, সেক্ষেত্রে শপথগ্রহণের পর তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে তিন দিনের মধ্যে গেজেট প্রকাশের পর ৯ জানুয়ারি নির্বাচিত শপথ করানো হয়। এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ২৯৯ সংসদীয় আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট ২০১৯ সালের ১ জানুয়ারি প্রকাশ করা হয়। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট আজ মঙ্গলবার প্রকাশ করা হলো।

এমন আরো সংবাদ

Back to top button