আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপান-সৌদি আরবসহ একাদিক দেশের রাষ্ট্রদূত। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে তারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পৌঁছান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান কূটনীতিকরা।
এসময় রাষ্ট্রদূতরা নিজ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেন। তারা পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন সংক্রান্ত দ্বি-পাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন।
বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয়ও ব্যক্ত করেন রাষ্ট্রদূতরা। জবাবে প্রধানমন্ত্রী গণভবনে আগত রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান। বাংলাদেশের জনগণ ও সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা দেয়ার জন্য বন্ধু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় আগামী দিনগুলোতেও বন্ধু রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে এ প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
আজ গণভবনে উপস্থিত হয়েছেন জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত। এর আগে গতকাল সোমবার ভারত-রাশিয়া-চীনসহ একাধিক দেশের কূটনীতিকরা ফুল দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।