নির্বাচনহাইলাইটস

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল যুক্তরাজ্য

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল যুক্তরাজ্য বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার (৭ জানুয়ারি) মানুষের কাছে ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বলে অভিমত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল সোমবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাজ্য দেখেছে, নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেয়নি। নির্বাচনের আগে ও নির্বাচনের প্রচার চলাকালে সংঘটিত ভীতি প্রদর্শন ও সহিংসতার নিন্দা জানিয়ে যুক্তরাজ্য বলেছে, রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো জায়গা নেই।

যুক্তরাজ্য সব রাজনৈতিক দলকে তাদের মতপার্থক্য দূর করে বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অভিন্ন পথ খুঁজে বের করতে উৎসাহিত করেছে। দেশটি বলেছে, ‘আমরা এই প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখব।’

বিবৃতিতে যুক্তরাজ্য বলেছে, ‘গণতান্ত্রিক নির্বাচন গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর নির্ভর করে। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এই মানদণ্ডগুলো ধারাবাহিকভাবে পূরণ করা হয়নি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভোটের আগে বিরোধী দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা নিয়ে আমরা উদ্বিগ্ন।’

যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে যুক্তরাজ্য বলেছে, ‘একটি টেকসই রাজনৈতিক সমঝোতা ও প্রাণবন্ত নাগরিক সমাজের জন্য অনুকূল পরিবেশ তৈরি করলে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।’

এমন আরো সংবাদ

Back to top button