নির্বাচনহাইলাইটস

বিএনপিকে আরও পাঁচ বছর অপেক্ষায় থাকতে হবে : ওবায়দুল কাদের

আজ সোমবার আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : ফোকাস বাংলা
আজ সোমবার আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : ফোকাস বাংলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেই বারবার ভুল রাজনীতি অনুসরণ করার কারণে একটি অকার্যকর এবং ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ক্ষমতায় আসতে হলে তাদের আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে। আজ সোমবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সকল অভিযোগ বাস্তবতা বিবর্জিত, ভিত্তিহীন ও মনগড়া। জনগণ এসব নব্য গোয়েবলসদের মিথ্যাচারের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিয়েছে।

আওয়ামী লীগকে নির্বাচিত করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে রায় দিয়েছে। জনগণের এ ম্যান্ডেট আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে শক্তি সাহস ও উৎসাহকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। জনতার রায়ে গণতান্ত্রিক বিশ্ব নতুন রেকর্ড স্থাপন করে টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।

এমন আরো সংবাদ

Back to top button