জেলার খবরনির্বাচন

শীত উপেক্ষা করে ভোট দিচ্ছে ভোটাররা

আবু হাসান শেখ
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে উৎসবমূখর পরিবেশে ভোট গ্ৰহণ চলছে। শীতকে উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। সকাল ৮ টায় ভোট গ্ৰহণ শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে- সকাল ৯ টা পর্যন্ত কুয়াশা ঢাকা এলাকা। কুয়াশা ও শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রের দিকে ছুটছে ভোটাররা। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতিও বাড়ছে। বেলা ১০ টা ৫১ মিনিট পর্যন্ত উত্তর বডভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ১৫০টি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তোফায়েল হোসেন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২৩৬৪।
এ দিকে সকাল ১০টা ৬ মিনিট পর্যন্ত উত্তর কালিকাপুর শালডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১০ টি ভোট কাস্ট হয়েছে বলে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার রাজেন্দ্র নাথ রায় জানান। বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ছে বলে এ অফিসার জানান।
এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৩৭২ জন। ভোট কক্ষ রয়েছে ৭ টি। অন্যদিকে সকাল ৯ টা ৪০ মিনিট পর্যন্ত কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০০টি ভোট পড়েছে বলে এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইকবাল হোসেন জানান। কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছে ৩৩৩৬ জন। ভোট কক্ষের সংখ্যা ৭ টি।  এদিকে প্রশাসনের টহল অব্যাহত রয়েছে। নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪ টি ভ্রাম্যমান আদালত রয়েছে। আইন শৃংখলা বাহিনীর টহল দিচ্ছে।
নীলফামারী-৪ আসনটি সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে রয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ৮৭ জন ভোটার। আসনটির সৈয়দপুরে ১টি পৌরসভা, ৫টি ইউনিয়ন ও ১টি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে ভোট কেন্দ্র ৯১টি রয়েছে। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৩ শত ৪৮। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ২ শত ৪৪ ও মহিলা ভোটার ১ লক্ষ ৭ হাজার ১ শত। এছাড়া এ উপজেলায় রয়েছে হিজড়া ভোটার ৪ জন। অপরদিকে কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে ভোট কেন্দ্র রয়েছে ৭৮টি। এখানে ভোটার সংখ্যা রয়েছে ২লক্ষ ১০ হাজার ৭ শত ৩৯। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫ হাজার ৬ শত ও মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ৫ হাজার ১ শত ৩৮। এ উপজেলায় রয়েছে হিজড়া ভোটার ১ জন।

এমন আরো সংবাদ

Back to top button