দেশ

২০২৪ সালে দেশে বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা হবে না : প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি ২০২৪ সালে দেশে বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি দুটিরই পরিস্থিতি ভালো। সামনের বারের প্রস্তুতিও নিয়ে ফেলেছি আমরা। ফেব্রুয়ারি মাস থেকে ধীরে ধীরে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাবে। আমরা আশা করছি, বিদ্যুতের চাহিদা এই বছর আট থেকে ১০ শতাংশ বাড়বে। এটাকে সামনে ধরে আমরা সেভাবে পরিকল্পনা নিয়েছি। এখন বাকিটা নির্ভর করছে বহির্বিশ্বের ওপর, সেখানে জ্বালানি সংকট হলে আমরা বিপদে পড়ব। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ডলারের দামে একটা বড় ব্যবধান হয়ে গেছে। সেখানেও দামের ব্যবধান বেড়েছে। ডলারের দামের ব্যবধানের কারণে আমাদের তেলের দাম, গ্যাসের দাম, কয়লার বা বিদ্যুৎ ও জ্বালানির কাঁচামালের দামে একটা বড় ব্যবধান এসে গেছে। এগুলো দামের ওপর প্রভাব ফেলছে।’

এমন আরো সংবাদ

Back to top button