বিদেশহাইলাইটস

এক বছরে স্পেনে অভিবাসন প্রত্যাশী বেড়েছে ৮৩ শতাংশ

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

স্থল ও সমুদ্রপথে ২০২৩ সালে অনিয়মিত অভিবাসীর ঢল নাটকীয়ভাবে বেড়েছে স্পেনে। গতকাল বুধবার (৩ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই বছর ৫৬ হাজার ৮৫২ জন বিদেশী দেশটিতে অবৈধ পথে পা রাখে। যা আগের বছর অর্থাৎ ২০২২ সালের তুলনায় ৮৩ শতাংশ বেশি। খবর আনাদোলু। আটলান্টিক মহাসাগরের বিপজ্জনক রুট ধরে সবচেয়ে বেশি অভিবাসী নামে ক্যানারি দ্বীপপুঞ্জে, যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২৩ সালের ৩৯ হাজার ৯১০ জন অভিবাসন প্রত্যাশী এখানে পৌঁছে, যা আগের বছরের তুলনায় ১৫৪ শতাংশ বেশি।

সব মিলিয়ে সাম্প্রতিক ইতিহাসে দ্বিতীয়-বৃহত্তম অনিয়মিত অভিবাসী দেখেছে স্পেন। ২০১৮ সালে দেশটিতে পৌঁছে ৬৪ হাজারের বেশি বিদেশী নাগরিক। গত বছর সেনেগাল থেকে ক্যানারি দ্বীপে অভিবাসীদের বড় দলটি এসেছে। ইউরোপে কাজের সুযোগ ও নিপীড়ন থেকে বাঁচতে দেশ ছাড়েন তারা। তবে গত নভেম্বরে ক্রমবর্ধমান দেশত্যাগ রোধে জরুরি ব্যবস্থা নেয় সেনেগাল সরকার।

২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসীদের জন্য দ্বিতীয় জনপ্রিয় গন্তব্য স্পেন। এ বছর এক লাখ ৫৫ হাজার ৭৫৪ জন অভিবাসী পা রাখে ইতালিতে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালের তুলনায় এ সংখ্যা ৫০ শতাংশ বেশি। এর পরেই রয়েছে গ্রিস। ওই বছর ৪৮ হাজার ৫৬৪ অভিবাসন প্রত্যাশী দেশটিতে প্রবেশ করে।

অবশ্য স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্যে উপকূলে পৌঁছানোর চেষ্টা করে মারা যাওয়া ব্যক্তিদের উল্লেখ করা হয়নি। তবে রেকর্ড সংখ্যক সাগর পাড়ি দেয়ার ঘটনা থেকে ধারণা করা যায়, মৃত্যুর সংখ্যাও কম নয়।

এর আগে স্পেনের অভিবাসন সংস্থা ওয়াকিং বর্ডারস জানিয়েছিল, ২০২২ সালে দুই হাজার ৩৯০ জন অভিবাসন প্রত্যাশী স্পেনের রুট ধরে প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে এক হাজার ৭৮৪ জনের গন্তব্য ছিল ক্যানারি দ্বীপপুঞ্জ।

এমন আরো সংবাদ

Back to top button