নির্বাচনহাইলাইটস

ভোট সুষ্ঠু না হলে আমাদের রাষ্ট্র ব্যর্থ হবে : ইসি আনিছুর

আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে আমাদের দেশ ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

আনিছুর রহমান বলেন, “আমাদের উদ্দেশ্য একটাই, সেটি হলো—অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আমরা যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই—তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। আমরা সেটা চাইব না। কারণ আমরা সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কোনো মতেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যেই পদক্ষেপ গ্রহণ করার দরকার, সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিক সেখানে পদক্ষেপ নিতে হবে।”

মাঠে প্রায় তিন হাজার এক্সিকিউটিভ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, “আমরা তিনটি শব্দের কথা বলে থাকি এগুলো হলো—অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য, এর কোনো বিকল্প নেই। এই নির্বাচন শুধু আমাদের দৃষ্টিতে ১৮ কোটি মানুষ দেখছে, তা নয়। আমাদের দেখছে সমগ্র বিশ্ব। আমরা কীভাবে নির্বাচন করব, কতটুকু গ্রহণযোগ্য হবে, এটা তারা মূল্যায়ন করবে। এবার সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকবেন। তারা কে কোথায় যাবেন, এটা তাদের উইলনেস, আমরা কাউকেই ইম্পোজ করব না যে আপনারা এখানে বা ওখানে যান। তারাই ঠিক করবেন কোথায় যাবেন, আমরা তাদের যাতায়াত ও নিরাপত্তার ব্যবস্থা করব।’

ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ভোট সুষ্ঠু না হলে আমাদের রাষ্ট্র ব্যর্থ হবে : ইসি আনিছুর

এমন আরো সংবাদ

Back to top button