দেশহাইলাইটস

কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে থামছে মেট্রোরেল

কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে থামছে মেট্রোরেলবছরের শেষ দিনে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে থামছে মেট্রোরেল। আজ রোববার (৩১ ডিসেম্বর) এ দুটি স্টেশন চালু হওয়ার মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবকটি গন্তব্যেই যাত্রীরা উঠা-নামার সুযোগ পাচ্ছেন। কয়েক দিন আগে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর বিষয়টি জানিয়েছিলেন।

আজ সকালে মেট্রোরেলের নতুন দুই স্টেশন থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে দেখা গেছে।

এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হয়। এরপর বাকি ছিল কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। সব মিলিয়ে এ গণপরিবহন চলাচল উদ্বোধনের এক বছরের মাথায় ১৬টি স্টেশনের সবগুলো চালু হলো। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও অংশে সারাদিন চলাচল করলেও মতিঝিল পর্যন্ত চলাচল করে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আগামী তিন মাসের মধ্যে এ অংশে ট্রেন রাত পর্যন্ত চলবে বলে জানা গেছে।

এমন আরো সংবাদ

Back to top button