
নাগরিকদের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কৃষি ক্ষেত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে চীন। সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ড্রোনের মাধ্যমে জমিতে স্প্রে করা হয় প্রাকৃতিক ফার্টিলাইজার আর পর্যাপ্ত পানি। আর এভাবেই বদলে যাচ্ছে প্রচলিত কৃষির চিত্র। ঘুরছে উন্নয়নের চাকা। এবার আমরা জানতে চাই আধুনিক প্রযুক্তি কতটা পরিবর্তন আনলো চীনের কৃষি জগতে? আর স্যাটেলাইট প্রযুক্তির সঙ্গে কতটা খাপ খাওয়াতে পারছেন সাধারণ কৃষকরা? মূলত বিশ্বজুড়েই বাড়ছে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। এমন কোন খাত বাকী নেই যেখানে আধুনিকতার ছোঁয়া লাগেনি। বিশেষ করে বেড়েছে ফাইভ জি প্রযুক্তির ব্যবহার। আর চীনে এর ব্যবহার শুরু হয়েছে আরো আগেই থেকেই। যার ব্যবহার বড় সুফল এনেছে কৃষিখাতেও। এই খাতটিকে সবসময় সমৃদ্ধ রাখতে চায় দেশটি। যাতে নিশ্চিত করা যায় পর্যাপ্ত খাদ্য সরবরাহ। এজন্য বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে হাজার একর জমিতে। আধুনিক কৃষি খামারগুলোতে ব্যবহার করা হচ্ছে ইন্টারনেট, বিগ ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আগের চেয়ে কয়েকগুণ বেশি ফসল ঘরে তুলতে পারছেন কৃষকরা। আর সব মিলিয়ে তাদের জীবনযাত্রায় যুক্ত হয়েছে সমৃদ্ধি। চীনের কয়েকটি প্রদেশ ঘুরে এসে সে দেশের কৃষিখাত নিয়ে ভালো সংবাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছেন ব্রডকাস্ট জার্নালিস্ট, এইচআরএস অভি। সমৃদ্ধ কৃষি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন ভালো সংবাদের। যেখানে খুঁজে পাবেন সফলতা আর সম্ভাবনার কথা। আর এভাবেই শুরু হোক দিন বদলের নতুন এক যাত্রা।





