প্রবাসভালো সংবাদ

বৃটিশ এমবিই খেতাব  পেলেন এমজি মৌলা মিয়া

MG Moulaমেম্বার অফ দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার-এমবিই খেতাবে ভূষিত  হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ডক্টর এমজি মৌলা মিয়া। বৃটিশ সরকারের ৩০ ডিসেম্বরের প্রকাশিত গেজেটে এ তথ্য জানা গেছে। বার্মিংহাম থেকে ২ জন বাংলাদেশী এই খেতাব পান। তাদের মধ্যে ১ জন ডক্টর এমজি মৌলা মিয়া।  তিনি এ বছর সন্মানজনক এ খেতাব পেয়েছেন।   যুক্তরাজ্যে বাংলাদেশী ব্যবসায়িদের শীর্ষ সংগঠন ইউকেবিসিসিআই এর সভাপতি এবং বার্মিংহামের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী তিনি ।

moula Mia এমবিই  হচ্ছে এক ধরনের সম্মানসূচক ব্রিটিশ পদবী। রাজা পঞ্চম জর্জ ১৯১৭ সালে যার প্রবর্তন করেন। এই খেতাব অর্জনকারীদের রাজপ্রাসাদে বর্ষবরণের অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়। এবার রাজা তৃতীয় চার্লস থাকছেন জমকালো সেই অনুষ্ঠানে। ড. এমজি  মৌলা মিয়াকে এবার এই খেতাব দেয়া হয়েছে বৃটেনের  খ্যাতিমান ব্যবসায়ি রাজনগর বিজনেস গ্রুপ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বৃটিশ বাংলাদেশী কমিউনিটির অন্যতম সংগঠক হিসেবে। খেতাব  পেয়ে মৌলা মিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, এটি শুধু একজন ব্যক্তি নয় গোটা বাংলাদেশের জন্যই গৌরবের। এর মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী ব্যবসায়িরা আরও সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত হবেন। মৌলা মিয়ার জন্মস্থান বাংলাদেশর মৌলভীবাজার জেলার রাজনগরে।

এমন আরো সংবাদ

Back to top button