রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় দেশে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় প্রবাসী দিবস। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের জমকালো এ অনুষ্ঠানে যোগদেন এক হাজারেরও বেশি প্রবাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তারা বলেন, ১৭০টি দেশে ছড়িয়ে প্রায় দেড় কোটি অনাবাসী বাংলাদেশীর কৃতিত্ব, অর্জন ও সাফল্যকে মর্যাদা দিতেই প্রতি বছরের ৩০ শে ডিসেম্বরকে ‘প্রবাসী দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন বিশ্বের বিভিন্ন দেশে সাফল্যের সাথে কর্মরত, কৃতি, অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার এবং দেশের জন্য নিবেদিতসহ নানা ক্যাটাগরিতে প্রবাসীদের সন্মান জানাবে সরকার।
এ বছর বাংলাদেশে বৈধ পথে র্সবোচ্চ রেমিটেন্স পাঠানোয় গুরুত্বর্পুণ ব্যক্তি বা সিআইপি নির্বাচিত হয়েছেন ৫৯ জন । এর বাইরে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে আরও ১০ জনকে সিআইপি নির্বাচিত করা হয়। মোট ৬৯ জন সিআইপি নির্বাচিত করা হলো এ বছর। বঙ্গবন্ধু আর্ন্তজাতকি সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
নির্বাচিত সিআইপিদের (এনআরবি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরকার অনুমোদিত পরিচয়পত্র দেয়া হয়। দেওয়া হয় গাড়ির স্টিকার ও সার্টিফিকেট। সিআইপি কার্ডের মেয়াদ থাকাকালীন তারা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পান এবং সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হতে পারেন। এছাড়াও সিআইপিরা দেশ-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পান। জাতীয় গুরুত্বপুর্ন দিবসগুলোতে বিদেশে থাকা বাংলাদেশ মিশন আয়োজিত অনুষ্ঠানেও আমন্ত্রণ পান তারা। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল- রেস্তোরাঁ, হাসপাতাল চিকিৎসা ও আইনি সহায়তায়ও অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন।
কারা এনআরবি সিআইপি হলেন : CIP Gazzte Gazzete-23