বিদেশহাইলাইটস

চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী ডং জুন

ছবি: বিবিসি
ছবি: বিবিসি

চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ডং জুনের নাম ঘোষণা করা হয়েছে। লি শাংফুকে এ পদ থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার দুই মাস পর এ নিয়োগ দেয়া হলো। ডং এর আগে দেশটির নৌবাহিনীর কমান্ডার ছিলেন। খবর বিবিসি। গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির বৈঠকে চীনের শীর্ষ আইনপ্রণেতারা ডং-এর নিয়োগের ঘোষণা দেন। এ বছরের শুরুর দিকে চীনের শীর্ষ পদ থেকে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এর মাঝে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়ে বৈশ্বিক আগ্রহ ছিল তুঙ্গে।

লির পাশাপাশি জুলাই মাসে কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয়। তবে লি বা বাকিদের কেন বরখাস্ত করা হয়েছে তা এখনো জানানো হয়নি। দুজনই মাত্র সাত মাস তাদের পদে ছিলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে বেশ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার স্থায়ী কমিটি থেকে নয়জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছে।

রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে, রাষ্ট্রীয় মালিকানাধীন ক্ষেপণাস্ত্র সংস্থার তিনজন নির্বাহীকে গত সপ্তাহের শুরুতে বেইজিংয়ের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা থেকে অপসারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, চীনে ক্ষমতায়নে ব্যাপক পরিবর্তন ঘটছে এবং উচ্চপদগুলোতে জ্যেষ্ঠ সামরিক নেতাদের নিয়োগ লক্ষণীয় বিষয় হয়ে উঠেছে। ৬২ বছর বয়সী ডংকে ২০২১ সালের আগস্টে নৌবাহিনীর কমান্ডার করা হয়েছিল।

এমন আরো সংবাদ

Back to top button