নির্বাচন

নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের পর্যবেক্ষকদের আবেদন : পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসতে ৩৫টি দেশ থেকে ১৮০ জন পর্যবেক্ষক আবেদন করেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

সেহেলী সাবরীন বলেন, পর্যবেক্ষকরা ছাড়াও বিভিন্ন দেশ থেকে আরও ৩০ জন কর্মকর্তা বাংলাদেশে আসবেন। নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশিদের ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের বরাদ্দ দেওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, নির্বাচন উপলক্ষে বিদেশি সংবাদ মাধ্যমের কিছু সাংবাদিকও নির্বাচন কমিশনে আবেদন করেছেন। নির্বাচন কমিশন বিদেশি সাংবাদিকদের আবেদন নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই দেখছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ যাদের আবেদন গৃহীত হবে তাদের অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

এমন আরো সংবাদ

Back to top button