সাহিত্যহাইলাইটস

রাবেয়া খাতুন পুরস্কার পেলেন বিপ্রদাশ ও সাদিয়া

রাবেয়া খাতুন পুরস্কার পেলেন বিপ্রদাশ ও সাদিয়ারাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৩ পেয়েছেন দুই লেখক। বাংলা কথাসাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া এবং কথাসাহিত্যিক সাদিয়া সুলতানা ২০২২ সালে প্রকাশিত ‘বিয়োগ রেখা’ উপন্যাসের জন্য এ পুরস্কার অর্জন করেন। গতকাল বুধবার ছিল কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন। প্রথিতযশা এ লেখকের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলা একাডেমি প্রবর্তিত ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৩’ দেয়া হয়েছে। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের স্মৃতিকে অমর করে রাখতে রাবেয়া খাতুন স্মৃতিপরিষদের অর্থায়নে বাংলা একাডেমি ২০২২ সাল থেকে এ পুরস্কার পরিচালনা করছে।

চলতি বছর বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এ পুরস্কার পেয়েছেন, কথাশিল্পী বিপ্রদাশ বড়ুয়া এবং তরুণ লেখক সাদিয়া সুলতানা। বিপ্রদাশ বড়ুয়ার অসুস্থতাজনিত কারণে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার সন্তান সুজন বড়ুয়া। বিপ্রদাশ বড়ুয়াকে পুরস্কার হিসেবে নগদ দুই লাখ টাকা ও একটি ক্রেস্ট প্রদান করা হয়। তরুণ লেখক সাদিয়া সুলতানা পান নগদ এক লাখ টাকা ও একটি ক্রেস্ট।

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, বাংলা একাডেমির ভারপ্রাপ্ত সচিব ড. মো. হাসান কবীর, রাবেয়া খাতুনের জ্যেষ্ঠপুত্র চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রাবেয়া খাতুন স্মৃতি কমিটির সভাপতি ছড়াকার আমীরুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রবীণ কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে দর্শক সারিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাবেয়া খাতুনের জ্যেষ্ঠ কন্যা কেকা ফেরদৌসী, জ্যেষ্ঠ জামাতা  মুকিত মজুমদার বাবু, কবি-লেখক সরকার আমিন, ছড়াকার আসলাম সানী, লেখক গীতালি হাসান, প্রবীণ সাংবাদিক আবদুর রহমান, আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।

এমন আরো সংবাদ

Back to top button