ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টায় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এদিন সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজকে আমার রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু, আজকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বিকেলে এই কার্যালয়ে বৈঠক হবে। সে কারণে আমি রংপুর যাইনি।’