আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় আগামীকাল রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে আসবেন আওয়ামী লীগের সভানেত্রী ও জননেত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে তারাগঞ্জ ওয়াকফস্টেট কলেজ মাঠে নির্বাচনী ভাষণ দেবেন তিনি। এ আসনে (রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ) দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট করছেন আহসানুল হক চৌধুরী ডিউক এবং স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভা সু-সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি প্রায় শেষ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা উজ্জীবিত ও উৎসুক আকাঙ্ক্ষায় রয়েছে স্থানীয় সাধারণ জনগণ। নির্বাচনী জনসভাকে ঘিরে প্রশাসনিকভাবে রয়েছে ব্যাপক তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা শাখা ও নজরদারি বৃদ্ধি করেছেন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। জানা গেছে, তারাগঞ্জের নির্বাচনী জনসভা শেষে তিনি রংপুরের পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি যাবেন। সেখানে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।