দেশ

জীবনের গল্প শুনিয়ে শিল্প-শ্রমিকরা পাবেন ১০টি বাড়ি

জীবনের গল্প শুনিয়ে শিল্প-শ্রমিকরা পাবেন ১০টি বাড়িদেশের শিল্প-কারখানার শ্রমিকদের জন্য আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী রিয়েলিটি শো। ‘জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন’ শিরোনামের এ আয়োজনের চূড়ান্ত পর্বে পুরস্কার হিসেবে থাকছে ১০টি বাড়ি। রোববার (২৪ ডিসেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলামোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ শোর ঘোষণা দেয়া হয়। এসময় কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন শোয়ের আয়োজক প্রতিষ্ঠান মিল্লাত কেমিক্যাল কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিয়া আবদুল্লাহ ওয়াজেদ। আয়োজকরা জানান, যেকোনো শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত শ্রমিক এ রিয়েলিটি শোতে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন শুরু হবে আগামীকাল ২৬ ডিসেম্বর, চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।

আরো বলা হয়, নারী বা পুরুষ যাদের ঘর বা বাড়ি নেই এমন শিল্প-শ্রমিকদের জন্য আয়োজনটি উন্মুক্ত। এতে প্রতিযোগীরা জীবনে ঘটে যাওয়া গল্প বলবেন বিচারকদের সামনে। মূল বিচারকের আসনে থাকবেন মিয়া আবদুল্লাহ ওয়াজেদ। বিজয়ী ১০ শ্রমিক বাগেরহাটে আড়াই কাঠা জমিসহ বাড়ি পাবেন। সঙ্গে থাকছে কর্মসংস্থানের ব্যবস্থা।

‘জীবনের গল্প বলুন, বাড়ি জিতুন’ রিয়েলিটি শোতে রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে https://www.facebook.com/jibontowkingbodonti2023 পেজে। এছাড়া ০১৮১৭০৭৫০২৮ নম্বরে মোবাইল বা হোয়াটসঅ্যাপে কল করে রেজিস্ট্রেশন করা যাবে। অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে। ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞাপনী সংস্থা দেশ প্রচারণীর প্রধান মিল্লাত গ্রুপের বর্তমান চেয়ারম্যান মিল্লাত উজ জামান ও বিটাকম অ্যাডভারটাইজিংয়ের প্রধান নির্বাহী ও নাট্যনির্মাতা আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নাট্যকার রাজীব মনি দাস। – সংবাদ বিজ্ঞপ্তি

এমন আরো সংবাদ

Back to top button