নির্বাচনহাইলাইটস

ঢাকার মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে ইসি

ঢাকার মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে ইসিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকা রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

বৈঠকে আরো উপস্থিত আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিজিবি ঢাকা সেক্টর কমান্ডারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে নির্বাচনে ঢাকা অঞ্চলের ভোটের আগে ও পরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এর আগে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফঅফিসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, ডিজিএফআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসেছিল ইসি।

এমন আরো সংবাদ

Back to top button