কাল ‘ডাঙ্কি’র মুক্তি, প্রথম শো কখন?
বলিউড সুপারস্টার শাহরুখ খান মানেই বক্স অফিসে ম্যাজিক। ২০২৩ সালে শাহরুখ খান অভিনীত পাঠান ও জওয়ান সিনেমার আয় দুই হাজার কোটি ছাড়িয়ে গেছে। এবার বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পাবে শাহরুখের ‘ডাঙ্কি’। আনন্দবাজার অনলাইন সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সিতে ভোর ৫টা ৫৫ মিনিটে ‘ডাঙ্কি’র প্রথম শো রয়েছে। মুম্বাইয়ে ‘ডাঙ্কি’র পরিবেশনার দায়িত্বে রয়েছে এসভিএফ।
পরিবেশক টিমের এক সদস্যের মতে, সকাল ৭টায় শোয়ের আয়োজন করার ফলে অনেক বেশি দর্শক সিনেমাটা দেখতে পারবেন। আরও আগে শো আয়োজিত হলে ঠান্ডায় দর্শক সিনেমা দেখতে যাবেন কি না, তা নিয়েও অনেকের মনে সংশয় রয়েছে।
পাশাপাশি জানা গেল, শহরে শাহরুখ খানের বেশ কিছু ফ্যান ক্লাবের তরফে সকাল ৬টায় শো চেয়ে ফোন গিয়েছে পরিবেশকের কাছে। পরিবেশক সংস্থার এক কর্মকর্তার কথায়, ‘যদি ফ্যান ক্লাবের তরফে সম্পূর্ণ প্রেক্ষাগৃহ বুক করার অনুরোধ আসে, সেক্ষেত্রে আমরা অনুমতি দিয়ে দেব। কিন্তু সাধারণ দর্শকের জন্য সকাল ৭টার শো-ই থাকবে।’
এই প্রসঙ্গে শাহরুখ খানের বেহালা ফ্যান ক্লাবের তরফে সূর্যেন্দ্র বাগচী আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘আমরা সকাল ৬টায় শো চেয়েছিলাম। কিন্তু ওঁনারা বলেছেন, পুরো হল বুক করতে হবে। তাছাড়া, আমরা বেহালার একটি হলে সকাল ৯টার শো পেয়েছি। তাই অযথা সকালের শো আর নিতে চাইছি না।’
কলকাতায় ভোর ৫টায় ছিল ‘জওয়ান’-এর শো। সবশেষ তথ্যমতে, শহরে এবার ‘ডাঙ্কি’র প্রথম শো সকাল ৭টায়। লেক মার্কেট এলাকার একটি মাল্টিপ্লেক্সে এই শোয়ের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই শো‘য়ের সিংহভাগ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
ইন্ডাস্ট্রির একটি সূত্রের দাবি, ডাঙ্কি মুক্তি পাচ্ছে ডিসেম্বরে। আর ডিসেম্বরে অনেক শীত। তাই শীতের সকালে ভোরে শো‘য়ের আয়োজন করলে দর্শকদেরই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সকাল ৭টা ভালো সময় বলেই মনে করা হচ্ছে। এখন ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর পর ‘ডাঙ্কি’ প্রথম দিনে বক্স অফিসে কী রকম ব্যবসা করে, তা জানার অপেক্ষা।